
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাজহাট গ্রাম থেকে মারামারি মামলার ২ জন আসামিকে গ্রেফতার করে। জানাযায়, বেশ কিছুদিন থেকে খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামের লুৎফর রহমানের ছেলে হাফিজুরের সাথে একই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে রফিক (৫০), মওলা বক্স বিশ্বাসের ছেলে জহির উদ্দিন (৩৫) এর সাথে দির্ঘদিন থেকে জমাজমি দিয়ে বিরধ চলে আসছিল। সম্প্রতি রফিক এবং জহির উদ্দিন হাফিজুর ও তার দলবলকে বেধড়ক মারপিট করে। এতে এদের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সে সময় মাঝহাট গ্রামের লুৎফর রহমানের ছেলে হাফিজুর বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। মামলা নং- ২১ (৮) ১৬। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাজহাট গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি রফিক ও জহির উদ্দিন কে আটক করে। আজ তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হবে।