আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী ও শুদ্ধি অভিয়ানে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে ম্দাক ব্যবসায়ী, মাদক সেবী সহ বিভিন্ন মামলার ১৬ জনকে গ্রেফতার থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদের নেতৃত্বে গ্রেফতারকৃতরা হলো আপন ভাগ্নিকে জোর পুর্বব বিয়ে দিতে নির্যাতন মামলায় যুগিরহুদা গ্রামের ফকির বিশ্বাসের দুই ছেলে শাহীন ও রুবেল, হারদী গ্রামের মাদক ব্যবসায়ী সাধু খানের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী নাসরিনকে ২০ পিস ইয়াবা সহ, ভোগাইল বগাদি গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে সাইফুলকে ২শ গ্রাম গাজা সহ, মাদক সেবনের অপরাধে অভয়নগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মাদক সেবী আইয়ুব আলী, একই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে সেন্টু, ভালাইপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে হানিফ মন্ডল, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দীন, মৃত ছলেমান মন্ডলের ছেলে হাফিজুর রহমান, রবিউল ইসলামের ছেলে সজিব ইসলাম, আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর গ্রামের সিরাজ ইসলামের ছেলে রাজু ইসলাম, দামুড়হুদা উপজেলার গোবিনাথপুর গ্রামের মাসুদ রানা পল্টুর ছেলে হৃদয় হাসান, একই গ্রামের আলিম হোসেনের ছেলে সুমন আলী, হৈদারপুর গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে দৌলত আলী। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোর্পদ করা হয়েছে।