আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা তহবাজারের এক পেঁয়াজ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর গতকাল বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। জানা গেছে, সম্প্রতি আকস্মিকভাবে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ সংবাদ প্রচার হলেই বাংলাদেশের সর্বত্রই পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাজার মনিটরিংয়ে যান আলমডাঙ্গা তহবাজারে। এ সময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে তহবাজারের পেঁয়াজ ব্যবসায়ী নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই খসরু ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।