
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বিপ্লব হোসেন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে। জানাযায়, ডাউকি ইউনিয়নের আব্দুল গণি মালিতার ছেলে বিপ্লব হোসেন গত ৫ বছর পূর্বে একই গ্রামের রহমত মালিতার ছেলে লালচান, লালচানের ছেলে আরব আলীর ক্যানেলপাড়া মাঠে ১০ কাঠা জমি ৪০ হাজার টাকার বিনিময়ে বন্ধক রাখে। সেই মোতাবেক আমি উক্ত জমি চাষাবাদ করিয়া আসিতেছি বলে জানান বিপ্লব। শর্ত ছিল বিবাদী লাল চাদ ও আরব আলী বিপ্লববে টাকা ফেরত দিলে উক্ত জমি তাদের ফেরত দিয়ে দেবে। চলতি মৌসুমে উক্ত জমিতে বিপ্লব ধান রোপন করেছিল। কিন্তু বিবাদী লাল চাদ জমি বন্ধক দেওয়ার শর্ত ভঙ্গ করে বিপ্লব হোসেনের ৪০ হাজার টাকা ফেরত না দিয়ে জমিতে রোপনকৃত ধানের মধ্যে লাঙল দিয়ে চাষ করে পূণরায় ধান রোপন করেছে। যাহার ফলে বিপ্লবের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে উল্লেখ করেন। এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে লালচাদ ও আরব আলী গং বিপ্লবকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেয় এবং টাকা ফেরত দেবে না মর্মে প্রকাশ্যে জানিয়ে দেয়। স্থানীয়ভাবে শালিস করেও এর কোন সমাধান হয়নি। উপরন্ত লালচাদ ও আরব আলি বিপ্লবকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গতকার সন্ধ্যায় বিপ্লব হোসেন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন