আলমডাঙ্গা জোহালার সাবেক চেয়ারম্যান সেলিমের ইন্তেকাল

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া চিকিৎসারত অবস্থায় ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৯) বছর। পারিক সুত্রে জানাগেছে,  জেহালা ইউনিয়নের দক্ষিন গবিন্দপুর গ্রামের মৃত গজমফার মিয়ার ছেলে ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দৌলত মিয়ার ভাগ্নে সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভারতে সিএমসি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা করছিল। চিকিৎসারত অস্থায় গত সোমবার হাসপাতালে মারা যায়। সরাকারিভাবে অনুমতি নিয়ে গতকাল তার লাশ নিয়ে নিজ গ্রামে পৌছালে শত শত মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমায়। নিহতের বাড়ী কান্নার রোল পড়ে। গতকালই রাত ১০টার  সময় দাফন শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।