
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের রোয়াকুলি কলেজপাড়ার আনছার আলীর ছেলে আলমগির (৩২) তার শ্বশুর বাড়ি বিষপানে আত্মহত্যা করে মারা যায়। জানাযায় গত কয়েকদিন আগে রোয়াকুলি কলেজপাড়ার আনছার আলীর ছেলে আলমগিরের স্ত্রীর সাথে মনমালিন্যের কারনে বাপের বাড়ী চলে যায় তার স্ত্রী, বেশ কয়েকবার তাকে আসতে বল্লেও তার স্ত্রী বাপের বাড়ী থেকে স্বামীর বাড়ী না আসলে স্বামি আলমগীর স্ত্রীকে আনতে তার শশুর বাড়ী যশোর জেলার বাঘা উপজেলার দরঘাট ইউনিয়নের পারকুল গ্রামে শ্বশুর বাড়ী যায়। হটাৎ গত বুধবার তার শ্বশুর বাড়ী আলমগীর বিষপান করলে তাকে যশোর সদর হাসপতালে নেবার পথে মৃত্যবরন করে। গতকাল আলমগীরের লাশ ময়না তদন্ত শেষে নিজগ্রাম জেহালা ইউনিয়নের রোয়াকুলি কলেজপাড়ায় নিয়ে আসলে শত শত মানুষ আলমগীরকে দেখতে ভীড় জমায়। তার বাড়ির লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। গতকাল বিকাল ৫ টার দিকে বদরগঞ্জ কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়। তার মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষা চলছে। পরিবারের লোক স্বাভাবিক ভাবে মৃত্যু মেনে নিতে পারছে না।