আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৮ জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, গতকাল আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে মোটরযান অধ্যাদেশ ২০১৮ এর দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৭ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর ত্রিপল দিয়ে না ঢেকে ট্রলিতে বালু বহন করায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল।