আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার জন্মদিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কলেজিয়েট স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও ওজোপাডিকো উপ-সহকারী প্রকৌশলী রোকন উদ্দিন ফিরোজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক মালেকা আরজুমান বানু ডলি, সুমাইয়া মুক্তা, জুবিরিয়া বেগম, সহকারী শিক্ষক শুকলা রাণী, রুমা খাতুন, রাবেয়া খাতুন, অর্পিতা পাল এবং অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কেক কাটা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।