আলমডাঙ্গা ও জীবননগরে বিভিন্ন কলেজে নবীন বরণ

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা সরকারি কলেজ ও জীবননগর উপজেলার উথলী, আন্দুলবাড়ীয়া কলেজে এবং আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসায় নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীনদের স্বাগত জানিয়ে মিছিল ও আলোচনা সভার মধ্যদিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় দিকে ছাত্রলীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সজিব হোসেন ও পৌর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব। নবীন বরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগ নেতা জোবায়ের মাহমুদ পলাশ। আলোচনা সভা শেষে নবাগত ছাত্র-ছাত্রীদেরকে গোলাপ ফুল এবং ক্লাস রুটিন দিয়ে বরণ করে নেওয়া হয়।
উথলী:
জীবননগর উপজেরার উথলী ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজের হলরুমে নবীন বরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানান কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু।
বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাজী রবিউল হোসেন, শিক্ষক প্রতিনিধি মহি উদ্দিন, নিলীমা খাতুন ও আসাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এবছর উথলী ডিগ্রি কলেজে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে মোট ১৮৫ শিক্ষার্থী ভর্তি হয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল ইসলাম।
আন্দুলবাড়ীয়া:
উৎসবমূখর পরিবেশে জীবননগর উপজেলার সদ্য এমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবিরের উপস্থাপনায় বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু জাফর। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম হাফিজ। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক আহসান হাবীব, পৌরনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন মিল্টন, শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক মকলেছুর রহমান ও আন্দুলবাড়ীয়া কলেজের স্টাফ ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ইসাহক আলী, মন্টু মিয়া, আন্দুলবাড়ীয়া কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসমা খাতুন, লাইব্রেরিয়ান সুলতান আহমদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানিয়া খাতুন, প্রধান সহকারী মহিদুল ইসলাম, নিম্নমান সহকারী কাম অফিস সহকারী আব্দুর রাজ্জাক, স্টাফ গহর আলী শেখ, শরিফুল ইসলাম, শেখ সাদেকুর রহমান সবুজ ও নূর জাহান খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাকসুদুর রহমান। আন্দুলবাড়ীয়া কলেজের পক্ষ থেকে অতিথি ও নবাগত শিক্ষার্থীদেরকে পৃথকভাবে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে নবাগত সকল শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
এদিকে, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার একাডেমিক ভবনে মাদ্রাসা কর্তৃপক্ষ এই নবীন বরণ অনুষ্ঠানের আয়াজন করে। আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, অভিভাবক সদস্য আব্দুর রশিদ সুজাদ হেসেন, ইস্রাফিল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবু জাফর, ইসাহক আলী, শেখ সামাদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, শিক্ষক রবিউল ইসলাম, আনতারা খাতুন, নার্গিস আক্তারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম।