আলমডাঙ্গা ও জীবননগরে আর্ন্তজাতিক মাতৃভাষা পালনে প্রস্তুতিসভা

সমীকরণ প্রতিবেদন:
যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদের দলীয় কার্যালয়ে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ দিবস পালনে নানা কর্মসূচি গ্রহন করা হয়।
আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য শাহ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমার অরুন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু প্রমুখ। সভাটির উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।

জীবননগর:
জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জদ হোসেন মীর্জা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সুলতানা লাকী, সাধারণ সম্পাদক রেনুকা আক্তার রিতা, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ইশা, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।