আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা শিক্ষা অফিস আলমডাঙ্গা এটিএম মাঠে দুই দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি। সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন আমাদের লক্ষ্য। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, তাদের কৃতিত্বের স্বীকৃতি ও উৎসাহ প্রদান শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করে। শারীরিক ও মানসিক বিকাশ সাধন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা। সহকারী শিক্ষা অফিসার জিএম কামাল হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হকের উপস্থাপনায় এসময় বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক হারিস উদ্দিন, আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোল্লা রিজভী ও তবিবুর রহমান। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারে আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এরপর উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে দ’ুদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বালক ও বালিকাদের ৫৪টি ইভেন্টের খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নাজির হোসেন শামীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। অতিথি ছিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মো. নাছিরউদ্দিন ও গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্যাক্টর মো. মফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, ফয়সাল বিন হাসান, মো. ওবায়দুল্লাহ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু ও শিক্ষাবার্তা.কম এর রফিকুল আলম বকুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আরিফ হাসান।