আলমডাঙ্গা অফিস:
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি আইন, নিয়মনীতি মানতে জনসাধারণকে সচেতন করতে প্রচারণা করে যাচ্ছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ না দেখাতে পারলে যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে। জানা গেছে, প্রথমদিকে করোনা সংক্রমণের ভয়ে মানুষ স্বেচ্ছায় ঘরবন্দী হলেও গত কয়েকদিন শহর ও গ্রামে সমানতালে আবার ঢিলেঢালাভাব, আড্ডা ও চলাচল বেড়ে গেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে মানুষকে ঘরে ফেরার জন্য চাপ সৃষ্টি, জটলা দেখলেই ধাওয়া করা, সরিয়ে দেওয়া এবং জরিমানা করার কাজ শুরু করলেও জনসাধারন মানছে না কোনো নিয়মনীতি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে আলমডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্সপেক্টর গাজী শামিমের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক অভিযান চালায়। শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ও উপজেলার বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় এসআই জুয়েল, এসআই রহিম, এসআই তরিকুল, এসআই গিয়াসসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
