আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কমিটির সভায় উপজেলায় মোট ১১টি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাজি আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, ‘সরকার শিক্ষাখাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাই আলমডাঙ্গা উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। চলতি অর্থ-বছরে এ উপজেলায় মেরামতের জন্য কয়েক কোটি টাকা বরাদ্ধ দিয়েছে সরকার।’ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ। উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শামিম সুলতান, আশরাফুল আলম, রফিকুল আলম, প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, মানোয়ার হোসেন, এনামুল হক, সেলিনা ইসলাম, হারেজ উদ্দিন, রেহানা সুলতানা, স্বজল কুমার বড়ুয়া, হারুন অর রশিদ, রেহানা ইয়াসমিন, আমেনা খাতুন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১১টি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হোম আজকের পত্রিকা শেষের পাতা আলমডাঙ্গা উপজেলায় আরও ১১টি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত