আলমডাঙ্গা অফিস: চুযাডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় হাটবোলিয়া বাজারে এই মতবিনিময সভা অনুষ্ঠিত হয়। আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সফল সাংগঠনিক সম্পাদক এবং খুলনা বিভাগের সমন্বয়ক আলমডাঙ্গার কৃতি সন্তান অধ্যাপক নাজমুল ইসলাম পানু। এসময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, বাদল অর রশিদ, বদর উদ্দিন, রজব আলী, সাজ্জাদ হোসেন, জহুরুল ইসলাম পলাশ বিশ্বাস, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম মেম্বার, আমিরুল ইসলাম আজিজুল, রতন আলী সাইফুল ইসলাম, ডা. ওহাব আলী সহ ইউনিয়নের অনেকে।
