চুয়াডাঙ্গা বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিলেন ওসি

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৯, ২০২০ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস:
মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় দুই মাস পর হারানো মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলের মালিক মামুনুর রশিদের নিকট উদ্ধার হওয়া এ মোবাইল হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত ১৩ জুলাই কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নবগংগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মামুনুর রশিদ আলমডাঙ্গায় ব্যক্তিগত কাজে এসে তাঁর ব্যবহৃত রেডমি-এস২ মোবাইলটি হারিয়ে ফেলে। পরে অনেক খোঁজাখুঁজি ও মোবাইলে রিং দেওয়ার পরও মোবাইলটি ফেরত না পেয়ে আলমডাঙ্গা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরি মোতাবেক আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর হারানো মোবাইলটির আইএমই নম্বরটি ট্রাকিং করে গতকাল মঙ্গলবার মোবাইলটি উদ্ধার করেন। পরে মোবাইলের মালিক মামুনুর রশিদের নিকট সংবাদ দিলে তিনি আলমডাঙ্গা থানায় আসেন। পরে সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর মোবাইলের মালিক মামুনুর রশিদের নিকট হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।