আলমডাঙ্গায় সয়ম্ভর পাঠাগারের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

20160821_180424

আলমডাঙ্গা অফিস: গতকাল বিকেল ৫ টায় আলমডাঙ্গায় সয়ম্ভর পাঠাগারের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। থানা পাড়ায় অবস্থিত পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রভাষক সাঈদ মোঃ হিরন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি ফাইনান্সসিয়াল এক্সপ্রেসের এডিটোরিয়াল বোর্ডেরসদস্য এনামুলহক। বিশেষ অতিথি ছিলেন গল্পকার পিন্টু রহমান ও সাম্প্রতিকী ডট কমের বার্তা সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী। সাহিত্য বিষয়ক নানাবিধ আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন পাঠাগারের সদস্য আসিফ, রাতুল, ড্যানি, তুর্য, রুদ্র, সাব্বির, টুকু, মনিরপ্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন তপু আহমেদ।