চুয়াডাঙ্গা বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া নামক স্থানে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা- কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল আরোহী আয়ুব আলীকে (৫০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের মৃত গারিস মন্ডলের ছেলে। জানা গেছ, আয়ুব আলী ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বাইসাইকেলযোগে আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। এরপর তিনি সাইকলে চালিয়ে আলমডাঙ্গা- কুষ্টিয়া সড়কের শ্রীরাপুুর- নওদাপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ থেকে ছেড়ে আসা বৃটিশ-আমেরিকা ট্যোবাকোর ঢাকা-মেট্রো-ট-১৩-৫৪৫৩ নাম্বার রেজিস্ট্রেশনের একটি পণ্যবাহী কাভার্ড-ভ্যান আয়ুব আলীকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে আয়ুব আলী সড়কে অঅছড়ে পড়ে মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক আয়ুব আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংবাদ গ্রামে পৌছলে গ্রামজুড়ে শোকের ছাড়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।