আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার গেট বন্ডবিলে স্যালো পার্টসের দোকান বাপ্পী মেশিনারিজের শার্টারের তালা কেটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এসময় শার্টারের তালা কেটে প্রবেশ করে ৬-৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
জানা গেছে, উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা পৌর এলাকার গেট বন্ডবিলে বাপ্পী মেশিনারিজ নামে দোকান আছে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ওখানে মেশিনারিজ দোকান দিয়ে স্যালো পার্টসের ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যায় ওই তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন গতকাল রোববার সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান তাঁর দোকানের শার্টারের তালা কাটা। পরে তিনি দেখতে পান তার দোকান থেকে ৬-৭ লাখ টাকার মেশিনারিজের মালামাল চুরি হয়ে গেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় আব্দুর রাজ্জাক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
