চুয়াডাঙ্গা রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলোচনা সভা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ও সাহিত্য পরিষদের আয়োজনে এই আসর অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কবিতা পাঠের আসরে আবৃতি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি, কবি ও শিক্ষক জামিরুল ইসলাম খান জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি,অবঃ শিক্ষক ও কবি ওমর আলী। সাহিত্য পরিষদের সেক্রেটারি সিরাজ সামজীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃতি করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারি ও কবি হামিদুল ইসলাম আজম , কবিতা আবৃতি করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান, সদস্য ও কবি মহসীনুজ্জামান চাঁদ, সিদ্দিকুর রহমান, কবি জাহাঙ্গীর হোসেন, অহর উদ্দীন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।