আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলোচনা সভা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ও সাহিত্য পরিষদের আয়োজনে এই আসর অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কবিতা পাঠের আসরে আবৃতি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি, কবি ও শিক্ষক জামিরুল ইসলাম খান জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি,অবঃ শিক্ষক ও কবি ওমর আলী। সাহিত্য পরিষদের সেক্রেটারি সিরাজ সামজীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃতি করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারি ও কবি হামিদুল ইসলাম আজম , কবিতা আবৃতি করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান, সদস্য ও কবি মহসীনুজ্জামান চাঁদ, সিদ্দিকুর রহমান, কবি জাহাঙ্গীর হোসেন, অহর উদ্দীন প্রমূখ।