আলমডাঙ্গায় সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্মঘট
- আপলোড টাইম : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৪ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশরা (এক্সট্রা-মোহরার) চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে। গতকাল রোববার আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। তারা জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নকলনবিশ ও মিডওয়াইফারি নার্সদেরও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকলনবিশদের বিষয়টি আজও সংশ্লিষ্ট দপ্তর আমলে নেননি। নকলনবিশ সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকলনবিশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লেখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে সকলনবিশদের দেওয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকলনবিশদের টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব।
অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসেন, নাজমুল হক, সাইদুর রহমান, রওনক আক্তার, অলোকা, সুমন আলী, শাহিনুর রহমান, নুর আলী, মিজানুর রহমান, শাহিন রেজা, আব্দুল সালাম, জামাল উদ্দিন প্রমুখ।