আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর রয়স ছিল ৬৫ বছর। গতকাল সোমবার রাত সাড়ে ১১দিকে নিজ বাসভবনে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। নিহত আবু হাসান বাচ্চু আলমডাঙ্গার মৃত আফাজ উদ্দিন মিয়ার বড় ছেলে, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটের কমিশনার। এদিকে, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোকমুখে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবেশিসহ আত্মীয়-স্বজন তাকে শেষবারের জন্য দেখতে তার বাড়ীতে ভিড় করে। সাবেক অধ্যক্ষ আবু হাসান বাচ্চু আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। চাকরি থেকে অবসরের পর কলেজ পরিচালনা কমিটি তাকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেন। এরই মধ্যে গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুসহ সকল শিক্ষক, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, এম সবেদ আলী, উপজেলা স্কাউট, আলমডাঙ্গা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
