
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মৌলভী আবুল কাশের মা সাজেদা বেগম বাধর্ক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ী কুষ্টিয়া গোশ্বামী দূর্গাপুর ইউনিয়নের গাংদী গ্রমে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৮) বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন সাজেদা বেগম। এরই মধ্যে গতকাল সোমবার সকালে হৃদরোগে আক্রন্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বাদ জোহর গাংদী কবরস্থানে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। জানাজায় অংশ নেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্ট রহমান, বিশিষ্ট ব্যাক্তি আব্দুস সালাম, গাংদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, নির্বাহী সদস্য শাহাবুল ইসলাম, আলমডাঙ্গা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন এ্যাটম, সহকারি শিক্ষক আশরাফুল পান্না, সহকারি শিক্ষক আনিসুর রহমানসহ অত্র অঞ্চলের গন্যমান্য ব্যাক্তি বর্গ। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ছেলে মৌলভী আবুল কাশেম।