ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় সাংবাদিক আমিরুল ইসলাম জয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ধান খেতের পাশের রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধান খেতে দাঁড়িয়ে তথ্য সংগ্রহকারী সাংবাদিক আমিরুল ইসলাম জয়ের সাথে ধাক্কা লাগে। সাথে সাথেই কর্দমাক্ত ধানখেতে লুটিয়ে পড়েন আমিরুল ইসলাম জয়। পরে কৃষক ও মোটরসাইকেল আরোহী যুবক মিলে সাংবাদিক আমিরুল ইসলাম জয়কে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।