আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় সম্মিলিত ইমাম-খতিব পরিষদের উদ্যোগে বন্যার্তদের সাহায্যের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদের সভাপতি সাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, পৌর কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, হাফেজ আল ইমরান, হাফেজ গোলাম মুক্তাদির, হাফেজ, আকিব রেজা, শিহাব উদ্দিন টিক্কা, মাওলানা ইলিয়াস হোসেন, বিপুল হোসেন প্রমুখ। সভায় বিস্তারিত আলাপ-আলোচনা শেষে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আটজনের একটি টিম গতকাল রাতে কুড়িগ্রামের উদ্দেশে বন্যার্তদের সাহায্যের জন্য যাত্রা করেছেন।