আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সকে শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় ও জনপ্রিয় করা এবং লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার মাধ্যমে দেশ ব্যাপী একটি ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এই উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গাতেও অ্যাথলেটিস্ক প্রতিযোগিতা কিভাবে শুরু করা হয় সে বিষয়ে প্রস্তুতিমূলক সভায় আলোচনা করা হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর সভাটির সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল ইসলাম, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
