আলমডাঙ্গায় লাটাহাম্বার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

wertt5reআলমডাঙ্গা অফিস: গতকাল আলমডঙ্গা হারদী ইউনিয়নের থানপাড়া কামারের দোকানের সামনে একটি গরু বোঝায় লাটাহাব্বারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানযায়, গতকাল বেলা ১২ টার সময় হারদী থানাপাড়ার কামারের দোকানের সামনে গরু বোঝায় লাটাহাম্বারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লাটাহাব্বার উল্টে ৩ জন মারাত্মক আহত হয়। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের চৌন মন্ডলের ছেলে মরজেল (৪৫), মেহেরপুর জেলার গাংনী মোহাম্মদপুর গ্রামের রশীদের ছেলে হানিফ (৩৫) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়ির সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম (৩৫) গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। লাটাহাম্বারটি সংঘর্ষের পর রাস্তার পাশে উল্টে পড়ে। লাটাহাব্বারের ড্রাইভার সাদ্দামের কোমরে মারাত্মক আঘাত পাওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং বলেন তিনি সম্পূর্ণ শংঙ্কামুক্ত নয়। লাটাহাম্বারের ইঞ্জিনের পানি পড়ে মরজেল নামের গরু ব্যবসায়ীর গা ঝলসে গেছে। এই অবস্থা দেখে দোকানের পাশের বরেণ কর্মকারের স্ত্রী লক্ষ্মীকর্মকার অজ্ঞান হয়ে পড়লে তাকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়।