আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রং মিস্ত্রি সমিতির আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডের রং মিস্ত্রি সমিতির অফিসে এ আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রং মিস্ত্রি সমিতির সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ডালিম হোসেন, মিল্টন হার্ডওয়ারের সত্ত্বাধিকারি ওয়াহেদ আলী, অহিদ হার্ডওয়ারের সত্ত্বাধিকারি অহিদুল ইসলাম, ন্যারোলাক পেইনটিং কোম্পানির তাপস কুমার ও এলিট পেইনটিং কোম্পানির বাপ্পি। রং মিস্ত্রি সমিতির সদস্য আব্দুল কাদেরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রং মিস্ত্রি সমিতির সদস্য মানুয়ার হোসেন, হারুন, মতি, মনোয়ার হোসেন, মিণ্টু, আলম, রবিউল, ঠান্ডু, সাণ্টুসহ সকল রং মিস্ত্রি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হন সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন আলী ও বাবুকে ক্যাশিয়ার নির্বাচন করেন। পরে নবনির্বাচিত সভাপতি বলেন, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে সকলকে জানানো হবে।