আলমডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ লক্ষাধিক টাকা তুলে দিয়েও প্রাণেও বাঁচলো না রোজিয়া!

শহর প্রতিবেদক : চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় যৌতুকের দাবিতে রোজিয়া (২৩) নামের  এক গৃহবধুকে পিটিয়ে শ্বাসরোধ করে, হত্যা করে ঘাতক স্বামী রাজমীস্ত্রী আব্দুল মজিদ। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে আলমডাঙ্গা থানার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর কাছারীপাড়ায় বিয়ের পর থেকেই স্বামী আব্দুল মজিদ বিভিন্ন অজুহাতে ও যৌতুকের দাবিতে রোজিয়ার উপর শারিরীক ও অমানবিক নির্যাতন করতো। এ দিকে মেয়ের সুখের কথা চিন্তা করে রোজিয়ার পিতা বিভিন্ন ধাপে লক্ষাধিক টাকা তুলে দেন মজিদের হাতে। কিন্তু তাতে ও শেষ রক্ষা হয়নি গৃহবধুর রোজিয়ার। গত বৃহস্পতিবার সকালে আবারো টাকার জন্য রোজিয়ার উপর নির্যাতন চালাই স্বামী মজিদ। এক পর্যায়ে রোজিয়াকে প্রান্ত মারধর করে পিটিয়ে শ্বাসরোধ করে গলাই দড়ি বেধে ঘরের ভিতরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এরপর পরিস্থিতি বেগতিক দেখে মজিদ পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রোজিয়ার মৃত ঘোষনা করেন। গতকাল রোজিয়ার পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি নারি ও শিশু নির্যাতন মামলা করেছেন। মজিদসহ চার জনের নামে। এ দিকে মামলা তুলে নেয়ার জন্য রোজিয়ার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে আসামীরা বলে জানান রোজিয়ার পিতা। গতকালই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন কার্য সম্পন্ন করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যৌতুকের দাবিতে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা দায়ের করেছেন।