আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাটি খুঁড়ে উদ্ধারকৃত রকেট লাঞ্চারটি ধ্বংস করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম। ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্টের একটি বিশেষজ্ঞ টিম সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গার আটকপাট নামক স্থানে রকেট লাঞ্চারটি ধ্বংস করেন। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুর রহমান, পুলিশ পুরিদর্শক (অপারেশন) স্বপন কুমার দাস, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী, কামরুলন ইসলামসহ পুলিশ ও সেনাাহনীর টিম। ১২ এপ্রিল রাতে পুলিশ উপজেলার গড়গড়ি গ্রামের মণ্টু মণ্ডলের বাড়ির মাটি খুঁড়ে রকেট লাঞ্চারটি উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর সাংবাদিকদের জানান, মণ্টু মণ্ডলের বাড়িতে নির্মাণকাজ করার সময় শ্রমিকেরা মাটি কাটার সময় বড় ধরণের অস্ত্রের মতো দেখতে পান। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি মাটির নিচ থেকে উদ্ধার করে রকেট লাঞ্চার হিসেবে শনাক্ত করে। উদ্ধারকৃত রকেট লাঞ্চারটি যুদ্ধকালীন হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
