আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় লকডাউন উপেক্ষা করে গোপনে বেচাবিক্রি ও মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে অহিদুল হার্ডওয়ারের মালিক অহিদুল ইসলামকে ১ হাজার, ব্যবসায়ী শিলনকে ১ হাজার, আশাবুল হককে ২ শ, ফিরোজ ইসলামকে ১ শ, জনি মিয়াকে ১ হাজার, হাসানকে ২ শ, ইমরান হোসেনকে ১ হাজার, মনি আলীকে ১ হাজার, আতিকুর রহমানকে ১ শ ও আরিফুল ইসলামকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জুয়েল ও পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত