আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নতিডাঙ্গা এলাকার মধুখালী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আলী একই উপজেলার বড়গাংনী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভাতিজা নাজমুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বড়গাংনী থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে মখুখালী মাঠের কাছে এসে ইব্রাহিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বেলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। এসময় আহত হন নাজমুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।