আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদের কবি গুরুর ৭৫তম প্রয়ান দিবস পালন

আলমডাঙ্গা অফিস: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়ান দিবস উপলক্ষে গতকাল সন্ধায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। আলোচনা সভায় কবি গুরুর জীবনকর্ম ও তার রচিত কবিতা, গল্প, উপন্যাসসহ সকল বিষয়ে বিষদ আলোচনা করা হয়। আলোচনা শেষে মৃক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন-মৃক্তিযোদ্ধা সংসদের সভাপতি আশরাফুল হক লুলু ও সাধারন সম্পাদক জামাল উদ্দিন মাষ্টার, বরেন্য শিল্পী ও সংগীত শিক্ষক রেজাউল করিম, ডাঃ আতিকুর রহমান বিশ্বাস, তবিবুর রহমান প্রমুখ। দেশের বর্তমান ভায়বহ পরিস্থিতি সামাল দিতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন আলোচকরা। একমাত্র সুষ্ঠ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশের শান্তি ফিরিয়ে আনা সম্ভব। সংস্কৃতি মানুষকে মুক্ত উদার হতে সহায়তা করে। তাই দেশে বেশি বেশি সংস্কৃতি চর্চা হওয়া দরকার বলে মনে করেন আলোচকরা। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পান্না মাষ্টার, মাহাফুজুল হক তুশার, আমিরুল ইসলাম, ছামসুল হক, তাজুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ।