আলমডাঙ্গায় মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশে ওসি আবু জিহাদ
- আপলোড টাইম : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৪১৩ বার পড়া হয়েছে
মাদকব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবে না
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আয়োজনে মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার সময় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।
এসময় তিনি বলেন, সমাজের যুবসমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, আমরাও উনার সাথে একাত্বতা ঘোষণা করে কোনক্রমেই মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কাছে মাথানত করবোনা। মাদক নির্মুলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশাবুল হক ঠান্ডু, আলমডাঙ্গা থানা ওসি (তদন্ত) লুৎফর কবির, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার। আমিনুল ইসলাম জোয়ার্দ্দারের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শাহিনুর ইসলাম, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি রফিকুল হুদা, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মামুন রেজা, যুগ্ম আহ্বায়ক কাওসার আলী, ভাংবাড়ীয়া ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়ব উদ্দীন, বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালু মন্ডল, সাহাবুল হক সন্টু, আসাবুল হক মিন্টু, ইকরামুল হক বুড়ো, আব্দুর রউফ শিলু, বাবু, বিল্লাল হোসেন (সাবেক মেম্বার ৮নং ওয়ার্ড), আবু তাহের, আব্দুল কুদ্দুস প্রমূখ।