আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ আটক ১০ : ইয়াবা উদ্ধার
- আপলোড টাইম : ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
- / ৩৬২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ জনকে আটক করেছে।
গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলা চত্বর এলাকা থেকে সুজন (২৪) নামের এক মাদকব্যবসায়ীকে ১০পিস ইয়াবাসহ আটক হয়েছে। আটককৃত সুজন খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের গাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।
জানা গেছে, আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের সুজন উপজেলার ভিতর ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা হিসেবে গোপনে মাদক বিক্রয় করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় সুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।
এছাড়াও এসআই মহব্বত, এসআই সাইফুল, এসআই নাজিম উদ্দিন পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার খাসকররা ইউনিয়নে জমাজমি সংক্রান্ত মারামারি মামলায় কাবিলনগর গ্রামের জামাত আলীর স্ত্রী মোছা. ফাহিমা খাতুন, একই গ্রামের মৃত সবদ আলীর ছেলে ছানোয়ার হোসেন, মানোয়ার হোসেন, ছানোয়ার হোসেনের স্ত্রী মোছা. আয়েসা খাতুন, মানোয়ার হোসেনের স্ত্রী মোছা. রাবিয়া খাতুন। গতকালই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করেছে। এ ছাড়াও খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের কাতব আলীর ছেলে আতিয়ার রহমান, একই গ্রামের আজিবারের ছেলে ফারুক, আজিবারের স্ত্রী মোছা. লাল বানু, জমসেদ আলীর স্ত্রী মোছা. ফিরোজা বেগম ও কাতব আলীর ছেলে বাসেদ আলীকে আটক করে। গতকালই সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।