আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় মহিষের শিংয়ের আঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের থানাপাড়ার আনারুল ইসলামের মেয়ে আয়েশা আন্জুম জ্যোতি (২০) এ বছর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অনার্স শ্রেনীর্তে ভর্তি হয়েছে। সে ভার্সিটিতে চলে যওয়ার জন্য গতকাল তার বান্ধবীদের সাথে দেখা করে বিকেল ৫টার দিকে ভ্যানযোগে মাংস বাজার-পৌরসভা রোড দিয়ে বাড়ী ফিরছিলো। এসময় আলমডাঙ্গা মাংস বাজারের কামালপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে আহাদ আলী কসাইয়ের মাংস বিক্রির জন্য কেনা একটি মহিষ আজ জবাই করে বিক্রি করা হবে মর্মে সহযোগী কসাই সমের মাধ্যমে শহর প্রদর্শন করিয়ে মাংস বাজার পৌরসভা রোডে অবস্থান করছিলো। হঠাৎ মহিষটি বিগড়ে গিয়ে ভ্যানে থাকা জ্যোতিকে আঘাত করে। এত জ্যোতির পায়ে রক্তাক্ত জখম হয়। মহিষের শিং তার পায়ের মাংস পেশীর গভীরে ঢুকে প্রচুর রক্তপাত হতে থাকে। রক্তাক্ত জখম জ্যোতিকে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত আহত জ্যোতি ঐ ক্লিনিকে চিকিৎসাধীন আছে।