চুয়াডাঙ্গা শনিবার , ৩ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

সমীকরণ প্রতিবেদন
জুলাই ৩, ২০২১ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
সর্বাত্মক লকডাউন পালনে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সরকারের জারিকৃত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল আলমডাঙ্গা উপজেলা প্রশাসনসহ আলমডাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও লকডাউন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর চৌকস টিম।
লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে সুরেশের ছেলে অমিত কুমারকে ৩ হাজার টাকা, তাইজালের ছেলে রবিউলকে ৫ শ টাকা, নুর ইসলামের ছেলে ফারুক হোসেনকে ৫ শ টাকা, কাঙালি মণ্ডলের ছেলে এনামুলকে ৫ শ টাকা, দত্ত স্টোরের মালিক হিমাংসু দত্তের ছেলে সংকর দত্তকে ৫ শ টাকা, রবজেলের ছেলে আজহারুলকে ৩ শ টাকা, ডাউকি গ্রামের মুনসাদ আলীর ছেলে টিটুকে ৫ শ টাকা, কলেজপাড়ার দাউদের ছেলে বাবলুকে ৫ শ টাকা, বদর উদ্দিনের ছেলে ডাবলুকে ৫ শ টাকাসহ ৯ জনকে মোট ৬ হাজার ৮ শ টাকা জরিমানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।