ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
জানা গেছে, জেহালা বাজারপাড়ার ফজলুর রহমান বাবুর ছেলে রিয়াদ হোসেনকে (১৯) গোপন সংবাদের ভিত্তিতে জেহালা বাজারপাড়ার পরিত্যাক্ত একটি ভবনে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় গাঁজা ও সেবনের যন্ত্রপাতিসহ হাতেনাতে আটক করে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা ভূমি কর্মকর্তা হুমায়ন কবিরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিয়াদ হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এসময় তিনি উপস্থিত সাধারণ জনতাকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন ও উদ্ধারকৃত গাঁজা সকলের মধ্যে আগুনে পুড়িয়ে নষ্ট করেন।