চুয়াডাঙ্গা শুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জরিমানা

সমীকরণ প্রতিবেদন
ডিসেম্বর ২৫, ২০২০ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় স্বপন গাইন নামে এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। অভিযুক্ত স্বপন গাইন হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের আজিমউদ্দিনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত মাদকসেবী স্বপন গাইনকে হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানার পুলিশ। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় স্বপন গাইনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।