আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার রায়লক্ষীপুরে আজানুর নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারে এ সাজা প্রদান করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার রায়লক্ষীপুর গ্রামের আহসান হাবিবের ছেলে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা তিয়রবিলা ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে রায়লক্ষীপুরের আজানুরকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। আটকের পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারের মাধ্যমে মাদক সেবনের দায়ে আজানুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।