আলমডাঙ্গা আফিস:
আলমডাঙ্গায় এক হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন আলমডাঙ্গার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জামজামি বাজারের সাহা সুইটস্ হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে ও বাশি পঁচা খাদ্যদ্রব্য বিক্রির দায়ে হোটেল মালিক সাধন কুমার সাহার ও মনিন্দ্র নাথ সাহাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতায় ছিলেন, জামজামি ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।