আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় শাহাবুল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শাহাবুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন করে আসছিলেন। মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশের এসআই খসরু আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে আটক করেন। শাহাবুলের নামে ইতিপূর্বে আলমডাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে বিষয়টি অবহিত করলে তিনি রাত ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।