আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সরকারি আদেশ অমান্য করে রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় ১২ জনকে ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌর এলাকার আলতায়েবা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় মিকাইল নামের এক পথচারীকে ৩ শ টাকা, রফিকুলকে ৩ শ, রিপনকে ২ শ, কাজলকে ২ শ টাকা, মনিরুজ্জামানকে ২ শ টাকা, দুলালকে ২ শ, এনামুলকে ২ শ, মাহমুদুলকে ২ শ, সাইফুলকে ২ শ, আবদুল মান্নানকে ৫ শ, গালিব আলমাসকে ২ শ এবং সেলিম রেজাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গার থানার উপপরিদর্শক (এসআই) আসিক, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।