আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ জনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) শহরের হাইরোডে টুম্পা খাতুনের মামুন বেকারিতে ও গোবিন্দপুরে সরকারি আদেশ অমান্য করে বাড়িতে মিস্ত্রি দিয়ে কাজ করানোর অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডে টুম্পার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে টুম্পার মামুন বেকারিতে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘন করায় ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়ার শহরের গোবিন্দপুর গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল মজিদ বাড়িতে রাজমিস্ত্রি দিয়ে কাজ করানোর অপরাধে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৫ শ টাকা জরিমানা করেন।
