
আলমডাঙ্গা অফিস: গতকাল বেলা ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতে গাঁজাব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪০) গাঁজা রাখার অপরাধে ১ বছর স্বশ্রমকারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল বেলা আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের সুন্নত আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪০) গাঁজা বিক্রয়ের সময় এলাকাবাসী ৬শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে এসআই অচিন্ত কুমার পাল সঙ্গীয়ফোর্সসহ উপজেলা পরিষদে ধৃত আসামী আনোয়ারকে নিয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজা রাখার অপরাধে ১ বছর স্বশ্রমকারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। গতকাল সাজাপ্রাপ্ত আসামি আনোয়ারকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।