আলমডাঙ্গায় ভিজিএফ এর চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন পৌর মেয়র গনু
- আপলোড টাইম : ০৯:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৩৮৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের দুস্থ ও গরীবদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৪৬২১ জন দুস্থ গরীবদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ বিশেষ ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের প্রতিনিধি পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সরকারী ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স ইনট্রাক্টর, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১, সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম ¯^পন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম ও ৯নং ওয়ার্ড মামুন অর রশিদ হাসানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৬, ১৭ ও ১৮ তারিখে ওয়ার্ড ভিত্তিক সর্বমোট ৯২.৪২০ কেজি চাউল ৪৬২১ জন দুস্থ গরীবদের মাঝে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন করা হবে।