আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রেড লাইসেন্স না থাকায় জাহাঙ্গীর ইলেক্ট্রনিস্ককে ১ হাজার টাকা, একটি ওষুধের দোকানে ১ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারীর মালামাল তৈরীর দায়ে ময়ুরী ফুডে ২ হাজার ৫ শ টাকা, বিএসটিআই-এর অনুমোদন না থাকায় নতুন বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ্ স্টোরে ২ হাজার ৫ শ টাকা ও স্বাস্থ্যবিধি না মেনে রেল স্টেশনের উপর আড্ডা দেওয়ার সময় ৪ যুবককে ৫ শ টাকা জরিমানা করা হয়।