চুয়াডাঙ্গা সোমবার , ১১ অক্টোবর ২০২১

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষানবিশ আইনজীবীর

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পানির মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম আনারুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন।
আনারুলের বাবা শাহাজাহান আলী বলেন, ‘সকালে মাঠে পানের বরজে পানি দিতে যায় আনারুল। সে সময় বৈদ্যুতিক মোটরের তার ছিঁড়ে গেলে তাতে জড়িয়ে বিদ্যুতায়িত হয় সে। তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।