আলমডাঙ্গায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

IMG_0879আলমডাঙ্গা অফিস: গতকাল বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা লোকমর্চার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মিলোনায়তনে বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমর্চার সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম, সবেদ আলীর সভাপতিত্বে অতিীথ হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমর্চার সদস্য সচিব কানিজ সুলতানা। সাধারণ সম্পাদক সাবেক বাড়াদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামন মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, কমিটির সদস্য রুনু খন্দকার, মনিরুজ্জামান বাবু, পনিরুদ্দিন বিশ্বাস, ওয়াজেদ আলী, আব্দুস সালাম, ইউনুচ আলী।