আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম, সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. আলমঙ্গীর হোসেন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধকল্পে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। লোকমোর্চার শুরু থেকে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধকল্পে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সাধারন সম্পাদক এ্যাড. এম.এম. শাহজাহান মুকুল, নির্বাহী সদস্য এ্যাড. হেদায়েত হোসেন আসলাম, এ্যাড. হানিফ উদ্দিন, কিশোর কুমার কুন্ডু, উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন লোকমোর্চার নির্বাহী কমিটির সদস্য প্রশান্ত বিশ^াস, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ কুরবান আলী, আকরাম হোসেন, এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর ডালিম হোসেন, আনিসুজ্জামান, মিরাজুল ইসলাম প্রমূখ। সার্বিক দায়িত্বে ছিলেন জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।