আলমডাঙ্গায় বদ্ধ্যভূমিকে অবমাননাকারীর বিচারের দাবিতে স্বাধীনতা স্তম্ভ’৭১ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

IMG_20161021_163423

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা স্বাধীনতা স্তম্ভ’৭১ চত্ত্বরে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও অনলাইন সংবাদপত্র সাম্প্রতিকী ডট কমের আয়োজনে স্বয়ম্ভর লাইব্রেরির সহযোগীতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক আলমডাঙ্গা বদ্ধ্যভূমিকে অবমাননাকারীর বিচারের দাবিতে গতকাল বিকাল ৪টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাম্প্রতিকী ডট কমের সম্পাদক রহমান মুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, দৈনিক আকাশ খবর পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দৈনিক নতুন খবর পত্রিকার ব্যুরো প্রধান ফিরোজ ইফতেখার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার মন্ডল, প্রাইম পলেটেকনিট ইন্সটিটিউটের শিক্ষক এমদাদ হোসেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহ-সভাপতি পিন্টু রহমান, সহ-সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক তাপস রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য সম্পাদক ডাঃ আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, ক্রীড়া সম্পাদক সোহেল রানা শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কার্যকরী সদস্য জুলকার নাঈন জাকারিয়া হায়দার, আহসান হাবীব, পলাশ মাহমুদ, স্বয়ম্ভব লাইব্রেরির সাঈদ মাহমুদ, ড্যানি, রব্বানী রুমন, রুদ্র, শাকিল, সাব্বির, রামিন, মহাসিন, তাইজুল, মুকুল হোসেন, শুভ্রসহ সুধীজন। সভায় আগামী রবিবার উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের কাছে বদ্ধ্যভূমিকে অবমাননাকারীর শাস্তির দাবিতে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।